রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি ।।
রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শুক্রবার (৩ মে) বেলা দুপুরে গাইবান্ধা রেল স্টেশনে কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠেছে সেই সময়ে ট্রেনের ভাড়া বৃদ্ধি মানুষকে সংকটে ফেলবে। তারা বলেন, পরিবহন ব্যবসায়ীদের সুবিধা করে দিতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী ও সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।
শেষে একটি বিক্ষোভ মিছিল রেল স্টেশন চত্ত্বর প্রদক্ষিণ করে।

এরআগে গত ২২ এপ্রিল যাত্রীবাহীট্রেনের রেয়াত-সুবিধা (ছাড়) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে যাত্রীবাহী আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার-সবধরনের ট্রেনের ভাড়া বেড়েছে। তবে ১০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Titans It Solution