বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
মোঃ মোশাররফ হোছেন, চট্টগ্রামঃ শিক্ষা কর্মসূচির আওতায় রূপনগর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান ০৮ই এপ্রিল ২০১৮ বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এম.এ. সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩১ নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর জনাব তারেক সোলেমান সেলিম, মহানগর আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক জনাব আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক বিশ্লেষণ পত্রিকার প্রধান সম্পাদক জনাব দেলোয়ার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপনগর সমাজ কল্যাণ সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ। সঞ্চালনায় ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সদস্য জনাব আবু বক্কর ছিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এম.এ. সালাম বলেন, রূপনগর সমাজ কল্যাণ সমিতির এ মহান উদ্যোগকে আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাই। এধরনের মেধা বৃত্তি পরীক্ষা যেন পুনরায় রূপনগর সমাজ কল্যাণ সমিতি দায়িত্ব নেয় তার জন্য তিনি রূপনগর সমাজ কল্যাণ সমিতির পরিচালনা পরিষদকে আহ্বান করেন। তিনি রূপনগর সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ কে এধরনের সমাজ সেবা মূলক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে মোট ১০ টি স্কুলের ২৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরন করেন।