বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

রূপগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের নানা ভাবে সেবার মান উন্নয়নে লক্ষ্যে উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি জাকির মোল্ল, নিরাপদ সড়ক চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামান, জুনায়েদ আঞ্জুম হৃদয় ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দীর্ঘ এক যোগেরও বেশি ধরে অসহায় ও সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বিভিন্ন সময় বন্যার্তদের বিশুদ্ধ পানিসহ খাবার সরবরাহ, দুর্যোগে মানুষের পাশে থাকা, ট্রাফিক ব্যবস্থা, বৃক্ষরোপণ, রক্তদান, অসহায়দের ঘর নির্মাণ করোনা টিকা কার্যক্রমসহ নানা ধরনের সেবামুলক কার্যক্রম চালিয়ে আসছেন। সামনের সময় গুলোতে বেশি করে সেবামূলক কার্যক্রম করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com