সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

নিলয় আহমেদ রাফি ,স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাহাবুবুর রহমান রনি নামে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ মার্চ ) সন্ধ্যায় হাটাব সরকারী প্রথামিক বিদ্যালয়ের সামনে।

এ ঘটনায় সাংবাদিক রনির স্ত্রী ঋতু আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায় হাটাবো এলাকায় মাদক ব্যবসায়ী সাব্বির ও রাশিদা বেগম ( সাব্বিরের মা) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে। বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও সে জামিনে এসে আবার শুরু করে মাদক ব্যবসা।

বেশ কিছুদিন আগে কক্সবাজার থেকে বিজিবির হাতে ৫ হাজার পিছ ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে রাশিদা বেগম । এখন রাশিদা বেগমের অবর্তমানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে তার ছেলে সাব্বির। গতকাল সন্ধ্যায় একই এলাকার সাংবাদিক মাহবুবুর রহমান রনি মাদক সম্রাট সাব্বিরের মাদক ব্যবসায় বাধা দিলে মাদক ব্যবসায়ীরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

হামলাকারীরা মাদক ব্যবসায়ী সাব্বির ও তার সহযোগী প্রাইমারি স্কুলের দপ্তরি শামীম (২৮), বিপুল রায়হান (৩৮), বুলবুল মিয়া (৩৪), লিটন মিয়া (২৮), বিজয় মিয়া (২২) অজ্ঞাত ৪/৫ জন মিলে তাহাদের হাতে, চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গলিগালাজ করে।

এর প্রতিবাদ করায় তাকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় তার ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে মাদকব্যবসায়ী ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com