সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট, আহত ৩

নিলয় আহমেদ রাফি- স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে হোটেল ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকানের মালিকসহ ৩ জনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। গত রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকানের মালিক শফিক মিয়া জানান, গত সংসদ নির্বাচনের দিন আমার দোকানে মাছুম বিল্লাহ ১৫’শ টাকা বাকি খায়। এরপর আর দোকানের সামনে আসেনি। গত রোববার মাছুম বিল্লাহ ও তার সহযোগীদের নিয়ে আবার আমার দোকানে আসলে আমি তাদের কাছে আমার পাওনা টাকা চাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে। এ সময় আমি মাটিতে লুটিয়ে পড়ি।

এ সময় বাধা দিতে এলে আলমগীর (৪৫) ও তার পিতা মহিউদ্দিন (৭৫) কে পিটিয়ে মারাত্বক আহত করে। আহতদের উদ্ধার করে স্থাণীয় হাসপাতালে নেয়া হয়েছে। এসময় সন্ত্রাসীরা আমার দোকানের মালামাল ফেলে দেয় এবং আমার ক্যাশ বাক্সে থাকা নগদ বিশ হাজার টাকা লুটে নেয়। এলাকাবাসী জানায়, মাছুম বিল্লাহ বাহিনী এলাকার এক আতংকের নাম।

কারনে অকারনে মানুষকে মারধর বা বাড়ি ঘরে হামলা চালিয়ে ত্রাসের সৃষ্টি করাই তাদের কাজ। গোলাকান্দাইল ৬ নং ওয়ার্ডের মিলনের ছেলে মাসুম বিল্লাহ, মোজাম্মেলের ছেলে রাকিব, মোক্তারের ছেলে ইব্রাহিম ও রফিকের ছেলে আরিফ। এরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। চাঁদাবাজি, জমিদখল, মাদক বিক্রি ও অস্ত্রের মহড়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়।

এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। স্থাণীয় এক যুবলীগ নেতার ছত্রছায়ায় এরা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। এদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। এদের কাছে রয়েছে দেশী বিদেশী অস্ত্র। থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারছেনা।

এলাকায় কেউ নতুন বাড়ি করলে তাদের মোটা অংকের টাকা দিতে হয়। তাদের কথার অবাধ্য হলে চলে নির্মম অত্যাচার। সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান এলাকাবাসী। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com