সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

রূপগঞ্জে পরকীয়ায় আসক্ত স্বামী, ডিভোর্স নিতে স্ত্রীকে নির্যাতন

রূপগঞ্জ প্রতিনিধি::

রূপগঞ্জে পরকীয়ায় আসক্ত স্বামী ডিভোর্স নিতে স্ত্রীকে নির্যাতন করায় স্ত্রী সুমী ও সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নারসিংগল এলাকার মন্নাফ ভূইয়ার ছেলে সামসুল হক (২৬) এর সাথে কয়েক বছর আগে আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের মেয়ে সুমীর (২০) ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর তাদের দাম্পত্য জীবনে মোঃ ছাফায়েত মুসা নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহন করে। মুসার ১ বছর যেতে না যেতেই উক্ত বিবাদী সামসুল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে এবং কারনে অকারণে ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী সুমীর সাথে ঝগড়া বিবাদসহ মারধর করতে থাকে এবং তাকে দিয়েই ডিভোর্স নিতে চেষ্টা করে। স্ত্রী সুমী খোঁজ নিয়ে জানতে পারে, তার স্বামী সামসুল অন্যত্র পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলছে। এর ফলে সামছুল ডিভোর্স নিতে তাকে কারনে অকারনে মারধর করে আসছে।

সুমীর বাবা জানান, একাধিকবার এ ঘটনা নিয়ে বিচার শালীশের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছিল। আরো জানা যায়, বিবাদী স্বেচ্ছায় ডিভোর্স না দিলে অপহরনের পর তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় গত ২৫ জুন সুমী ও সন্তান মুসাকে খুঁজে না পেয়ে সুমীর বাবা মোবারক হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনা জানতে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসানকে কয়েকবার মোবাইল করেও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com