বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে নূর ম্যানশন মার্কেটে আগুন, কোটি টাকার ক্ষতি

রূপগঞ্জে নূর ম্যানশন মার্কেটে আগুন, কোটি টাকার ক্ষতি

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ার নূর ম্যানশন ফার্নিচার মার্কেটে আগুন লেগে ২টি বসতঘরসহ ১৫ টা দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

৬ মার্চ (বৃহস্পতিবার) রাত আড়াইটার দিকে নূর ম্যানশন ফার্নিচার মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মার্কেট ম্যানেজার মোঃ আলম হোসেন জানান, ২টি বসতঘরসহ ১৫টি দোকান পুড়েছে। কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

ফার্নিচার ব্যবসায়ী মাহমুদুর রহমান মিথুন বলেন, তার ফার্নিচার দোকানের ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মাহফুজার রহমান বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। কাঁচপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি তদন্তের টিম করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারন জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com