বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত ২০

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত ২০

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনরবাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে হাসিব মিয়া(২৮) নামের একজন নিহত হয়েছে।

গতকাল বুধবার (১৯মার্চ) সকালে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমর্থিত সন্ত্রাসীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিব মিয়া ছাড়াও দুইজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। নিহত হাসিব মিয়া অটোরিকশা চালক। সে চনপাড়া পুনরবাসন কেন্দ্রের ৬নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে চনপাড়া স্বেচ্ছাসেবকদল সমর্থিত রবিনের সাথে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি মিমাংসার জন্য গতকাল বুধবার ভোরে সালিস বসে। সালিসে দুইপক্ষই উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকেরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষই গুলিবর্ষণ করে। তাতে আবুল বাশার, রাসেল আহম্মেদ, হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। আহত হয় অপর ১৭ জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মিয়ার মৃত্যু হয়। হাসিব মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়া পুনরবাসন কেন্দ্রে পুনরায় উত্তেজনা দেখা দেয়। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।

নিহতের বড় ভাই যুবদল কর্মী বাবু বলেন, গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী রবিনকে এলাকার কয়েকজন আটক করে। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী রাব্বানী ও তার লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে তারা আরো লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহত হাসিব মিয়ার গলায় গুলিবিদ্ধ হয়ে খাদ্যনালী ও শ্বাষনালী ফুটো হয়ে গেছে।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, চনপাড়া পুনরবাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, চনপাড়া পুনরবাসন কেন্দ্র এলাকায় দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com