বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে আগুন !

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় গ্লোরি পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার ভোর ৪ টা ৫০ এ বলাইখাঁ এলাকার ঢাকা সিলেট মহাসড়কে ঘটে এ আগুনের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার ভোর ৪:৫০ এর দিকে গ্লোরি পরিবহনের থেমে থাকা ঢাকা মেট্রো -ব-১২-২৯৪৩,ও ঢাকা মেট্রো -ব-১৫-০৪১৬ এর দুইটি বাসে আগুন জ্বলতে দেখতে পেয়ে এলাকবাসি দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

এসময় ডিউটিরত ভুলতা ফাড়ির এ এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিস খবর দেয়। তবে ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বাসের মালিক ও ড্রাইভার ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ড্রাইবার হৃদয় বলেন, ভোর সাড়ে চারটার দিকে গাড়ি নিয়ে গোলাকান্দাইল চৌরাস্তা থেকে চার পাঁচজন প্যাসেঞ্জার নিয়ে বলাইখাঁ এলাকায় পৌঁছানোর পর গাড়ির পিছনে আগুন দেখতে পাই তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে লক্ষ্য করে দেখি গাড়িতে কোন যাত্রী নেই।

এর মধ্যেই আগুনটি ভয়ঙ্কর রূপ নিয়ে পাশে থাকা আরেকটি গাড়ি চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায়। বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুরে ছাই হয়ে গিয়েছে তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।

এএসআই উত্তম বলেন, ডিউটিরত অবস্থায় বলাই খা এলাকায় গিয়ে দেখি গাড়িতে আগুন জ্বলছে তখন তাদের সাথে সংযুক্ত হয়ে আগুন নিভানোর চেষ্টা করি। তবে কেউ কেউ বলছে কয়েল থেকে আগুনের সূত্রপাত আবার কেউ বলছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, তবে প্রকৃত ঘটনা তদন্ত শেষে বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com