বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া ও রূপসী এলাকা থেকে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটার(ঢাকা মেট্রো-গ-৩৩-৮৬৮১) জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রূপগঞ্জের চনপাড়া পুনরবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে ইলিয়াছ হোসেন (২৬), কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭), সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল(৩১), মুল্লুকচাঁন মিয়ার ছেলে শরীফ মিয়া(৩৮)।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ২শত টাকা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com