শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের রুমায় দূর্গম এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে “আর্মি এভিয়েশন”-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে করোনা আতঙ্কে “লকডাউনে” থাকা ম্রো সম্প্রদায়ের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মোঃ শাহিদুল এমরান এ,এফ,ডব্লিউ,সি,পিএসসি, ৬৯ ব্রিগেডের জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসিসহ পাড়াবাসীরা উপস্থিত ছিলেন। এসময় থানচির লিকরি, বুলু পাড়া হেডম্যান পাড়া ও রুমার চিনলক পাড়ার ৩শ ৬০ পরিবারের মাঝে ১০ কেজি করে ৩ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার ও মাস্ক বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রী পৌছে দেয়ায় প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, জেলা প্রশাসন ও জেলা পরিষদকে ধন্যবাদ জানান এসব পাড়াবাসীরা।
এদিকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, “পার্বত্য চট্টগ্রামে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে কোন দূর্যোগ মোকাবেলা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদানসহ সকল প্রকার উনয়নমূলক কর্মকান্ডে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে”।