বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা

রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা

তাহমিনা আক্তার, চট্টগ্রাম থেকে:: বন্দর নগরীর ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১নং ইউনিট মুন্সিপাড়ায় হালিশহর থানা বিএনপি নেতা হাজী ওমর মিয়ার সভাপতিত্বে ও আরশাদ হোসেন বাবুলের সঞ্চালনায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযুদ্ধা দলের সাঃ সম্পাদক মোং ইউনুস, থানা বিএনপি নেতা আলী আক্কাস, ইছাক মেম্বর, সেকান্দর আলম, আবু ইছাক, সাইফুল খান, মোঃ শাহাজান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম, বিএনপি নেতা জহিরুল ইসলাম আবুল, মোঃ জসিম, আঃ মন্নান, সাহাব উদ্দিন, মোঃ হেলাল, মোঃ কালু, মোঃ শওকত, হালিশহর থানা ছাত্র দলের সাবেক সভাপতি মুমিনুল হক মুন্না, যুবদল, ছাত্র দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরশাসকের নির্যাতন নিপীড়ন, যড়যন্ত্র, গুম, খুন অত্যাচারে অতিষ্ঠ ছিল জনগণ। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে জাতীয়তাবাদী দলে শান্তি ফিরে এসেছে। তাই সমাজ বা রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে সজাগ দৃষ্টি দিয়ে দলের সকলকে একত্রিত হয়ে জনগনের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com