মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

রাণীশংকৈল পৌর শহরে মশক নিধন ও ডিজিটাল সেন্টার উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার উদ্যোগে পৌরশহর জুড়ে মশক নিধনের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।

বুধবার (৪ আগষ্ট) পৌরসভা অফিসের পাশেই এক সড়কের গলিতে মশা নিধনের উদ্বোধন করেন এবং তিনি পৌরসভায় ডিজিটাল সেন্টারের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন থানা পরির্দশক এসএম জাহিদ ইকবাল, সহকারী প্রকৌশলী জাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ, পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীরা। মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, শহরের ড্রেনগুলোতে এবং অফিস আদালতের অলিগলিতে এ মশা নিধনের স্প্রে করা হবে।

তিনি আরো বলেন, ভাড়া বাড়িতে থেকে পৌরসভার এসব কাজ সমাধা করতে সমস্যা হচ্ছে- জায়গার অভাবে পৌর অফিস সাজানো সম্ভব হচ্ছে না- তার পরও ডিজিটাল সেন্টার ও হেল্প ডেক্স অফিসের প্রধান ফটকের সামানেই রেখেছি- যাতে করে পৌর সভার যে কোন নাগরিক হেল্প ডেক্স থেকে তার সুবিধা মতো তথ্য গ্রহণ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com