বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সোমবার (১০ আগস্ট) সকালে ইউএনও’র অফিস কক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকৌশলি তারেক বিন ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রায়হান, খাদ্য কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার ও মোকছুদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।