বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ১০ মেয়র প্রার্থী জনতার মুখোমুখি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচনকে সামনে রেখে গতকাল রবিবার বিকালে মডেল স্কুল মাঠে একটি সমাজ কল্যাণমূলক সংগঠন- পরিবর্তন আয়োজিত ১০ মেয়র প্রার্থীকে জনতার মুখোমুখি অনূষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক গপেন্দ্র নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, পরিবর্তন সংগঠনের সভাপতি রাসেদুল জামান রাসেল। এসময় সংগঠনের নেতারা লটারির মাধ্যমে মেয়র প্রার্থীদের বক্তব্য নির্বাচন করে ৫ বছরের উন্নয়ন পরিকল্পনার (প্রতিশ্রুতি) বিষয়ে জানতে চান। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা), বি,এন,পি প্রার্থী মাহামুদুল নবী পান্না বিশ্বাস, জাতীয় পার্টির প্রার্থী আলমগীর হোসেন, আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আলমগীর সরকার, সাধন বসাক, রুকুনুল ইসলাম ডলার, নওরোজ কাওসার কানন, রফিউল ইসলাম, আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com