মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

রাণীশংকৈলে হাট ইজারাদারকে জরিমানাসহ অতিরিক্ত টোল ফেরত দেওয়ালেন এসিল্যান্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: চলমান লকডাউনের মধ্যে হাট, তারপরেও আবার অতিরিক্ত টোল আদায়। খবর পেয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার হাটে সরেজমিনে গিয়ে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বৃহৎ কাতিহার হাটে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও হাট ইজারাদারকে দুই হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেছেন। অভিযোগ ছিলো হাটে গরু প্রতি ২৩০ টাকার বদলে ৩৫০ এবং ছাগলের ৯০ টাকার বদলে ১৩০ টাকা আদায়ের। এছাড়াও অন্যান্য জিনিস পত্রের অতিরিক্ত টোল আদায়েরও অভিযোগ রয়েছে।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, অতিরিক্ত আদায়কৃত টোলের টাকা উপস্থিত ক্রেতাদের মাঝে ফেরত দেওয়া হয়েছে এবং ইজারাদারকে দুই হাজার টাকা অর্থদন্ড করে এবারের মত সর্তক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com