মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

রাণীশংকৈলে হতদরিদ্র অসুস্থ বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান

dav

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে (১৯ জুলাই) সোমবার ৮৫ বছর বয়সী নামে এক হতদরিদ্র অসুস্থ বৃদ্ধা মা’কে হুইল চেয়ার প্রদান করা হয়।

জানা যায়- তিনি-রাণীশংকৈল পৌরসভার কলেজহাট কেন্দ্রীয় ইদগাঁমাঠ গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী শরবত বানু দীর্ঘ ১যুগ ধরে বিছানায় শষ্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছেন। তাকে প্রকৃতির আলো বাতাসে ঘুরানোর জন্য দেওয়া হয় হুইল চেয়ার। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ড্রিম সোসাইটির সভাপতি মনজুর আলম, রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, সাংবাদিক বিপ্লব, আল হিকমা এনলাইটেড স্কুলের পরিচালক মিজানুর রহমান, প্রধান শিক্ষক আনারুল হক, ড্রিম সোসাইটির সদস্য আজিজার রহমান, সাহিরুল হক, জিয়াউর রহমান প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে অসুস্থ বৃদ্ধা মা শরবত বানু খুশিতেই কেঁদে বলেন, আমাকে তুমি চেনো আমি হারুন, জাহাঙ্গীর, হানিফের মা। মা চোখের পানি মুছে সকলের জন্য দোয়া করেন। মায়ের এমন খুশিতে তার ছেলে-মেয়ে ও গ্রামবাসী ড্রিম সোসাইটির সভাপতি মনজুর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সভাপতি মনজুর আলম বলেন, সমাজের অবহেলিত, অসহায় প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ড্রিম সোসাইটির মূল লক্ষ্য। পৌর মেয়র মায়ের হাতে নগদ অর্থ দিয়ে বলেন মা- আপনি ফল-মূল কিনে খাবেন, কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

তিনি আরো বলেন- সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এভাবে এগিয়ে আসলে গরীব-দুঃখি মানুষ প্রাণ ফিরে পাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com