মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুকুল রানা শনিবার পাটগঁাও পুরাতন সেন্টার সংলগ্ন ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পুরাতন সেন্টার নামক স্থানে কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোগর সরকার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পুত্র মুকুল রানা (৪২) সড়ক দূঘটনায় নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিহত মুকুল রানা ও তার মোটর সাইকেলটি উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে, বিভিন্ন থানায় সংবাদ দেওয়া হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।