বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সাংবাদিকদের মানববন্ধনে ২৪ ঘন্টার আল্টিমেটাম

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি:: দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার ও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদের মুলফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাণীশংকৈল প্রেসক্লাব ও প্রেসক্লাব (পুরাতন) ২ টি সাংবাদিক সংগঠন।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটরসাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধ্বংস করার হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জামায়াতের সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহাজান আলী,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মনিরুজাম্মন মনি, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক খুরশিদ আলম শাওন, হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোবারক আলী, ফারুক আহম্মদ, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি বাদল, সিনিয়র সাংবাদিক নুরুল হক।

সাংবাদিক একে আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সাংবাদিক মাহাবুব আলম, লেমন সরকার, আব্দুল জব্বার ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানা ও পীরগঞ্জ নাগরিক টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন সহ কয়েক জনের বিরুদ্ধে গত ৮ আগষ্ঠ থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে। এরই প্রেক্ষিতে বক্তারা অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান, অন্যথায় কঠোর থেকে কঠোর দেশব্যাপী আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন সাংবাদিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com