বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে শিশুকে ধর্ষণচেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ জেলহাজতে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টায় ৭০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

গতকাল শুক্রবার উপজেলার যদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুনিষগাঁও উত্তর পাড়া গ্রামের ৭ বছরের ওই মেয়েটি যদুয়ার গ্রামের তার নানা বাড়িতে পড়ালেখা করতো। গতকাল শুক্রবার বিকেলে যদুয়ার গ্রামের মৃত নজিতুল্লার ছেলে জামাল উদ্দীন ওরফে নেনকু (৭০) মেয়েটিকে ১০ টাকা দেওয়ার কথা বলে তাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্বে দবিরুলের গম ক্ষেতের শ্যালো মেশিন ঘরের পার্শ্বে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গ্রামের কুলসুম বেগম ও বৃষ্টি আক্তার বিষয়টি দেখে সন্দেহ করে। তারা দ্রুত মেয়ের নানী ও খালাকে খবর দিলে আশপাশের লোকজনকে নিয়ে এসে জামাল উদ্দীনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে। পরে মেয়েটির বাবা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় মামলা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন বলেন, আসামিকে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com