বুধবার, ৩০ Jul ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক হুসেন এর অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি নেকমরদ ও রাণীশংকৈল উপজেলা শাখা পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন সরকার, একাডেমি সুপারভাইজার ওবায়দুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. রাজেকুল্লাহ, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো.মোশাররফ হোসেন।
আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, ফেরদৌস আলম মানিক, শাহাবুদ্দিন, আব্দুর রশিদ, রমনিকান্ত বর্মন, সমফিউর রহমান, ইমদাদুল হকসহ সহকারী শিক্ষকবৃন্দ। পরে বিদায়ী কর্মকর্তাকে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. রব্বানী পারভেজ।