মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: কৃষিই সমৃদ্ধি শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫৩টি কৃষক সংগঠনের মাঝে বিনামূল্যে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৩ ফ্রেরুয়ারী) দুপুরে উপজেলা হলরুমে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে ৫৩টি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
পাওয়ার থ্রেসার মেশিন বিতরণে উপজেলা কৃষক প্রশিক্ষণ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আবু ফাত্তাহ রোশন-সিনিয়র মনিটরিং অফিসার, রংপুর বিভাগীয় কৃষি গ্রামীণ উন্নয়ন প্রকল্প, রংপুর অঞ্চল, উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।
উপজেলা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, পাওয়ার থ্রেসার মেশিনটি দিয়ে কৃষকরা সহজেই ধান, গম, সরিষা মাড়াই করতে পারবে। কৃষকের সুবিধা ও মাড়াই কাজ সহজে করার জন্য এ মেশিনটি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করেছেন সরকার।