মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে ডুবে রিফাত (৩) ও কাউসার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাবলুর ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, কয়েকদিন আগে দাদার সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রিফাত ও কাউসার। মঙ্গলবার সকালে কাউকে না জানিয়ে সে পুকুরে গোসল করতে যায় তারা। দুপুরে ওই পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে সেখান থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।