মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

রাণীশংকৈলে নদী থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

রাণীশংকৈলে(ঠাকুরগাঁও)প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামে শুক্রবার ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, শুক্রবার দুপুরে ধর্মগড়ের শাহানাবাদ এলাকার সীমান্তের ৩৭২/৭ এস পিলার এলাকায় বাংলাদেশের ভেতরে নাগর নদীতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।

তিনি বলেন, “লাশের পরিচয় নিশ্চিত শনাক্ত করতে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছি। আমরা ধারণা করছি উদ্ধারকৃত তরুণের লাশটি বাংলাদেশ অথবা ভারতের হতে পারে।”

ওসি জাহিদ আরও জানান, তরুণের পরনে জিন্স প্যান্ট, সবুজ টি শার্ট ও মুখে মাস্ক ছিল। সুরতহাল রিপোর্ট করার সময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com