বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সমবায় পরিদর্শক নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক মো. বিপ্লব, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মনা মন্ডল, প্রমুখ।
এসময় বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সভা শেষে উপজেলার ৫টি সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।