সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
রাণীশংকৈলে(ঠাকুরগাঁও)প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে রুস্তম মার্কেটে কাস্টমারের বাক-বিতন্ডার সময় ধাক্কা দিলে দোকান মালিকের বড় ভাই আনোয়ার হোসেন মানিক চন্দ্র দাসের মৃত্যু হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাণীশংকৈল পৌর শহরে হাড়িপাড়া এলাকায় রুস্তম মার্কেটে ঝাড়ুয়া চন্দ্র দাসের পুত্র ভূদেব চন্দ্র দাস মোবাইল মেরামতের কাজ করে আসছিল। সে দোকানে সহোদর গ্রামের আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন মোবাইল মেরামত করতে দেয়। কিন্তু মোবাইলটি ঠিক মত চার্জ না হওয়ায় শনিবার রাতে দোকানে এসে চার্জ না হওয়ার বিষয়টি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হলে ভূদেবের বড় ভাই এগিয়ে আসে ঘটনাটি নিবৃত করার চেষ্টা করে। এ সময় আনোয়ার হোসেন মানিক চন্দ্র দাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় পাশের লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে নেওয়ার পরামর্শ দেয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোগর নামক স্থানে তার মৃত্যু হয়। তবে মানিক চন্দ্র দাস হাই প্রেসার ও ডায়াবেটিকস রোগী ছিলেন।
এ ঘটনায় ওসি তদন্ত খায়রুল আনাম ডনের নেতৃত্বে থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলা থেকে আনোয়ার হোসেন ও জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করে।
আজ রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করে।
এ প্রসঙ্গে ওসি তদন্ত খায়রুল আনাম ডন বলেন, এ ঘটনায় ৩২৩, ৩০২, ৫০৬, ১১৪ ও ৩৪ পিসি মোতাবেক মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং০৯। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।