বুধবার, ৩০ Jul ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গণঅধিকার পরিষদের নন্দুয়ার ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি শনিবার (২৮ জুন) রাতে ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়ন কমিটিতে জাহিরুল ইসলাম (বিএসসি)কে সভাপতি ও শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়নের বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি ঘোষণা পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রুপম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীশংকৈল উপজেলা গণঅধিকার পরিষদের, সাধারণ সম্পাদক জাফর আলী, হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন, রাণীশংকৈল উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, নবনির্বাচিত নন্দুয়ার ইউনিয়ন কমিটির সভাপতি জাহিরুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক সাবেক সেনা সদস্য ইউনুস আলীসহ আরো অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। পরে অতিথিরা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন কমিটি আগামি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং ইউনিয়ন জুড়ে গণঅধিকার পরিষদের কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করবে।

সেই সাথে গণতন্ত্র, সুশাসন ও শিক্ষার প্রসারে গণঅধিকার পরিষদের ভূমিকার কথা তুলে ধরে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com