বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে ট্রাক্টর চালকের মৃত্যু

রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে পড়ে ট্রাক্টর চালকের মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৪ মে) দুপুরে একটি কবরস্থানের মূল গেটের ছাদ ভেঙে পড়ে হযরত আলী (৩১) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। হযরত আলী উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন দুপুরে উপজেলার পূর্ব বনগাঁও পাঁচপীর কবরস্থান উঁচু করার জন্য মাটি ভরাটের কাজ চলছিল। ওই কাজে হযরত আলী তার ট্রাক্টর দিয়ে পাঁচপীর কবরস্থানে ট্রাক্টর ভর্তি মাটি নিয়ে মূল গেটের ভিতরে প্রবেশ করে। ট্রাক্টরের মাটি ভর্তি টলির মাটি হাইড্রলিক পাম্পের সাহায্যে উপরে তুলে কবরস্থানে মাটি ফেলে দেয়। এরপর হাইড্রলিক পাম্পের টলিটি পুরোপুরি নিচে না নামার আগে না বুঝে অসাবধানতাবশত গাড়ি চালিয়ে মূল গেইট থেকে দ্রুত বের হতে গেলে পেছনের উঁচু টলিটি গেটের ছাদের সাথে সজোরে ধাক্কা লাগলে ছাদটি ভেঙে চালক হযরতের শরীরের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবরস্থানের মূল গেটের ছাদ ভেঙে পড়ে হযরত আলী নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com