মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আজ রোববার (৩০ মে) বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্সে দিনাজপুর থেকে ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ (৩৩তম বিসিএস) শনিবার দুপুরে বুকের ব্যাথা অনূভব করলে তাকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিসৎক উন্নত চিকিৎসার জন্য ইউএনওকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ইউএন’র অসুস্থ্যতার খবর ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.একেএম কামরুল জামান সেলিম, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, সহকারি কমিশানার ভূমি প্রীতম সাহা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা সহ ঠাকুরগাঁও-দিনাজপুরের কালেকটরের কর্মকর্তারা অসুস্থ ইউএনওকে দেখতে যান।
এ প্রসঙ্গে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম জানান, স্যারের হার্ড অ্যাটাক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অসুস্থ্য উপজেলা নির্বাহি কর্মকর্তাসোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সুস্থতার জন্য রাণীশংকৈল বাসির কাছে দোয়া চেয়েছেন।