মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও রাজস্ব অর্থায়নে গতকাল সোমবার সন্ধায় পরিষদের পুকুর পাড়ে মিনি পার্কের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনূষ্ঠানে ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম ও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর ইসলাম বলেন, সত্যি উপজেলা পরিষদে এরকম একটি মিনি পার্ক তৈরি করায় ইউএন’র প্রশংসা না করে পারা যায় না। পরিষদে আসা অনেকেই ৫৩০ মিঃ দৈর্ঘ্য এ রাস্তায় শারীরিক ব্যয়াম করবে এবং বিভিন্ন জায়গায় স্থাপিত ছোট ছোট ব্যাঞ্চে বসে থাকতে পারবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার এটি একটি মাইফলক।
এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব সহ স্থানীয় সংবাদ কর্মি, সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মিরা।