বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অগ্নিকান্ডে গবাদিপশুসহ ঘরবাড়ী ও দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার ভোর রাতে বাচোর ইউপির চোপড়া নাপিত পাড়া এলাকার আব্দুল করিমের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে ৪টি গরু, ৪টি ছাগল ও রান্নাঘরসহ শোয়ার দুটি ঘর, ছোট একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রাত ৩টা ১২ মিনিটে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে দাবী করা হয়েছে।