শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

রাজ-পরীমণি ফের এক সাথে

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: সব বিবাদ ভুলে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্য ফের একত্রিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পতি। রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতেও দেখা গেল এই তারকা দম্পতিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত রয়েছেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

পরীমণি-রাজের বিশেষ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।

যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

রাজ-পরীমণিকে ফের একসঙ্গে দেখে ভক্তরা ধরে নিচ্ছেন, সকল বিতর্ককে পাশ কাটিয়ে ছেলের টানে আবারও মিলে গেলেন তারা।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com