বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:: পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ী আঞ্জুমান ই কাদেরিয়ার উদ্দ্যোগে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা শহরের (বড় মসজিদ) থেকে একটি শোক মিছিল বের করা হয়।
এ সময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় বড় মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোক মিছিলে নেতৃত্ব দেন রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী শাখার সভাপতি কাজী ইরাদত আলী অসুস্থ থাকায় তার বড় ভাই রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী।
শোক মিছিলে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ১৫ থেকে ২০ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। অংশগ্রহনকারীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ বিভাগ।
উল্লেখ্য, কারবালার শোকাবহ এ দিনটিকে মুসলিম বিশ্ব ত্যাগ ও শোকের প্রতীক এবং বিশেষ পবিত্র দিন হিসেবে পালন করে আসছে।