বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে হলে মন-মানসিকতার পরিবর্তন জরুরি: এ্যানি

রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে হলে মন-মানসিকতার পরিবর্তন জরুরি: এ্যানি

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে হলে মন-মানসিকতার পরিবর্তন জরুরি। তরুণ প্রজন্ম মনে করছেন, হানাহানি-মারামারিই রাজনীতি। কিন্তু এটি রাজনীতি নয়। আসল রাজনীতি এবং সমাজ ব্যবস্থার দিকেই আমাদের যেতে হবে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ১৭ বছরের যে রাজনীতিক ট্রেন, তা ১৭ মাসে পরিবর্তন করা সম্ভব নয় নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে। নেতৃত্ব দিতে হলে জনগণকে সম্মান করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তখন দায়িত্ব আরও বাড়বে, যা হবে কঠিন ও চ্যালেঞ্জিং। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট এম.এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লিটন, টুমচর ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি, চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান শেষে মসজিদের নামফলক উন্মোচন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com