মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

রমজানে সেহরি পৌঁছে দেবে ড্রোন

ই-কণ্ঠ ডেস্ক:: পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই। আর এমন সময় নতুন এক চমক নিয়ে এলো সংযুক্ত আরব-আমিরাতের শহর দুবাই। রমজানে রোজাদারদের ঘরে ঘরে সেহরি পৌঁছে দেবে ড্রোন।

এ ব্যাপারে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দুবাইয়ের এক বেসরকারি কোম্পানি শহুরে নাগরিকদের ভোররাতে ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবে বলে ঠিক করেছে। ৮ ব্যাটারিচালিত এ ড্রোনটি একবারে ১০ কেজি ওজনের খাবার বহন করতে সক্ষম।

কেন ড্রোন ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে ওই কোম্পানি জানিয়েছে, দুবাই শহরে স্থানীয় নাগরিকের সংখ্যা একেবারেই কম। অধিকাংশই প্রবাসী। যারা বিভিন্ন দেশ থেকে অর্থ উপার্জনের জন্য এখানে বসবাস করেন।

দুবাইতে কাজের চাপের কারণে অনেক প্রবাসী রমজানে খাবার রান্না করার সময় পান না। আবার দূরে গিয়ে খাবার নিয়ে আসাও কঠিন। এ ছাড়া অনেক সময় খাবার অর্ডার দিয়ে রাখলেও তা সময়মতো পৌঁছে না। দ্রুতগামী এই ড্রোন ব্যবহার করে এ ধরনের সমস্যা সমাধান সম্ভব বলে মনে করছে কোম্পানিটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com