বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: নতুন বছরের শুরুতেই খারাপ খবর বাংলা সংগীত জগতের জন্য। চিরঘুমের দেশে চলে গেলেন ওপার বাংলার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে নিজ বাসায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুমিত্রা সেনের মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে শ্রাবণী সেন। তিনি লিখেছেন, ‘আজ ভোরে মা চলে গেল।’
দীর্ঘদিন ধরেই ব্রঙ্কো-নিউমোনিয়ায় ভুগছিলেন সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ২ জানুয়ারি, সোমবার হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। মারা গেলেন তার পরদিনই।
বহুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বিশিষ্ট এই রবীন্দ্রসংগীত শিল্পী। তারই মধ্যে ডিসেম্বরে ভীষণ ঠাণ্ডা লাগিয়ে বসেন। ফলে জ্বরের সঙ্গে বুকে সর্দি বসে অবস্থার অবনতি হতে থেকে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে ব্রঙ্কো-নিউমোনিয়া ধরা পড়ে।
রবীন্দ্রসংগীত দুনিয়ার অতি পরিচিত নাম ছিলেন সুমিত্রা সেন। তার কণ্ঠে শোনা গেছে রবীন্দ্রসংগীতের বহু জনপ্রিয় গান। সুমিত্রা সেনের দুই মেয়ে- ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনও রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ওপার বাংলায়।