শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

রংপুরে নিখোঁজ আইনজীবীকে বাড়ির পাশে ডোবার মধ্যে তল্লাশি করছে পুলিশ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রংপুরে নিখোঁজ বিশেষ জজ আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনার বাড়ির আশেপাশে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এজন্য বাড়ির পেছনে থাকা একটি ডোবার পানি ও ময়লা পরিষ্কার করা হচ্ছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, সন্দেহজনক তথ্যের ভিত্তিতে ৩ মার্চ মঙ্গলবার দুপুরে তার বাড়ির আশপাশে তল্লাশি শুরু করা হয়। ইতোমধ্যেই বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকি ও আশেপাশের সন্দেজনক সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

তিনি জানান, এছাড়াও বাবুসোনার ঘরের পিছনে একটি ডোবাতে তল্লাশি চালানো হচ্ছে। সেখানে গরুর মলমূত্র ফেলা হতো। বর্তমানে শ্রমিকের সাহায্যে ডোবার পানি ও ময়লা পরিষ্কার করার কাজ চলছে। ওসি বলেন, আইনশৃংখলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবুসোনাকে উদ্ধারে। এজন্য আমরা ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। বাবুসোনার ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক বলেন, সোমবার রাতে আমি বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করেছি। আজ ৫দিন হয়ে গেলেও তার কোন খবর পাচ্ছি না। আমরা পরিবারের সবাই উৎকণ্ঠায় রয়েছি।
পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা- ফাইল ফটো

অন্যদিকে বাবুসোনা নিখোঁজের ৫দিনেও উদ্ধার না হওয়ার প্রতিবাদে মঙ্গলবার রংপুর প্রেসক্লাবের সামনে অনশন, মানবন্ধন ও সমাবেশ পালন করা হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ রংপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় বসে অনশন কর্মসূচি শুরু করেন। সেখানে বক্তব্য রাখেন তুষার কান্তি মন্ডল, স্বপ্না রানী, পারুল রানী, নৃপেন চন্দ্র রায় প্রমুখ। বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত বাবু সোনাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা না হয় ততক্ষণ অনশন চলতে থাকবে। এছাড়াও বাবুসোনার এলাকা মাহিগঞ্জ বাজারের দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা। মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মীর আনিছুর হক পেয়ারা, ক্রীড়াবিদ আবদুর রহমান বাবু, হাসিনুল ইসলাম বাবলু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংবাদিক ইকবাল হোসেন, মাসুদ পারভেজ টিটু, শুভেন্দু চৌধুরি জয়, শাহাদত হোসেন লিখন, ডা. তাজুল ইসলাম, আবদুর রব পাটোয়ারি প্রমুখ।

বক্তারা অবিলম্বে রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনাকে জীবিত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এর আগে গত শুক্রবার সকালে বিশেষ জজ আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com