রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা ক্রিস্টালের

ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা ক্রিস্টালের

স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার সিটি আরও একবার পথ হারাল। জায়ান্ট এই দলটিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হলো ক্রিস্টাল প্যালেস।

শনিবার ফাইনালে লন্ডনের ওয়েম্বলিতে ম্যাচের শুরুর দিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এবেরেচি এজে।

প্যালেস এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে দুইবার ফাইনালে উঠেছিল। দুবারই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্বপ্ন ভেঙেছিল তাদের। এবার ম্যানচেস্টারেরই আরেক দলকে হারিয়ে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা জিতল এই ক্রিস্টাল-প্যালেস।

ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম প্রতি-আক্রমণে গিয়েই সিটিকে স্তব্ধ করে দেয় এবারের প্রিমিয়ার লিগে দ্বাদশ স্থানে থাকা দলটি। ডান দিক থেকে দানিয়েল মুনোসের বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছে পেয়ে, সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দারুণ ভলিতে গোলটি করেন এবেরেচি এজে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com