সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের কয়েকটি পয়েন্টে বন্যায় ক্ষতিগ্রস্ত ও বন্যার কারণে কর্মহীন মানুষের মাঝে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী পরিবারের মাঝে ১০ কেজি চাউল, শুকনো খাবার, চিড়া, মুড়ি, চিনি ও ওষুধ বিতরণ করেন।

মানিকের চরের দুই পাড়, রহিম সিকদারের ঘাট ও বাজুমারা চরের একাংশের বানভাসী ও বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও পুরুষের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরণে সময় বিভিন্ন পয়েন্টে নারী, পুরুষ ও শিশু কিশোরদের ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে সামগ্রী নিতে আশার দৃশ্য বলে দেয় তারা কতটা মানবেতর জীবন-যাপন করছে। সাহায্য প্রার্থীর চেয়ে সরবরাহকৃত ত্রান সামগ্রী অপ্রতুল হওয়ায় অনেককে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। ত্রান বিতরণকালে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক নজরুল মেম্বার, ওয়ার্ড মেম্বার শহিদুল, ইসলাম, মেহের সিকদার, রহিম সিকদার ও মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, শনি ও রবিবার এই ইউনিয়নে ১০ মেঃটন চাউল ও শুকনো খাবার চিড়া, মুড়ি, চিনি ও ওষুধ সামগ্রীর ১৩শ প্যাকেট বিতরণ করা হবে।

ইউএনও বলেন, বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য ইতিমধ্যে সকল প্রকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, বানভাসী মানুষদের নিকট সঠিকভাবে ত্রান সামগ্রী পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা দরকার। বন্যার্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য করতে প্রস্তুত। এছাড়া বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com