বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
মেহেরপুর প্রতিনিধি:: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো তিনজন।
বুধবার (৭ মে) ভোর রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা মারা যান।
নিহতরা হলেন- মাইক্রোবাসচালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) এবং সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)। আহতরা হলেন- গোলাপি খাতুন, ফজিলা খাতুন এবং আলফাতুন নেছা।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) রাত ১২টার দিকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস শুকুরকান্দিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে আক্তার বানু পথেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে জামাল উদ্দিন ও শাহিনুজ্জামান মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিহতরা চিকিৎসার জন্য কুষ্টিয়া যাচ্ছিলেন। জামাল উদ্দিন ছিলেন মাইক্রোবাসটির মালিক। নিহতদের লাশ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।