রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরের মেঘনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকালে দুই জেলের ও সোমবার বিকালে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান ও মুনসুর আলী বেপারি।
সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, গত রোববার সন্ধ্যায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা শিকারে নামে। এ সময় ঝড়ের কবলে পড়ে মেঘনায় পাঁচ জেলে নিখোঁজ হন। খবর পেয়ে সোমবার সকাল থেকে চাঁদপুরের নৌ ফায়ার সার্ভিসকর্মী ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাজীনগরসংলগ্ন মেঘনা নদী থেকে মুনসুরের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।