মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ৫২ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর। শুক্রবার (৩০ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমান তিনি । তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।
মিররসহ একাধিক গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে । ব্যান্ডটির সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হঠাৎ এবং দুঃখজনক’ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের ।
ব্যান্ডটি জানায়, এমন একটি খবর আমরা নিজেরাও বিশ্বাস করতে পারছি না এবং আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে । ড্যানিয়েল ম্যুর আমাদের অনেক দিয়েছেন এবং আমরা তাকে ভীষণ ভালোবাসি । তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে ।
১৯৯৫ সালে ‘ক্রেজি পি’ ব্যান্ড দলটি যাত্রা শুরু করে । ২০০২ সালে ক্রেজি পি-এ যোগ দেন ড্যানিয়েল ম্যুর । অস্ট্রেলিয়ায় তাদের একটা বড় ফ্যানবেজ ছিল । ৬ টি অ্যালবামের পাশাপাশি বেশ কিছু সিঙ্গেল গানও প্রকাশ করে তারা ।