রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ প্রোটিয়া কিংবদন্তির ছোঁয়ায় ‘দ্য ফিজ’ জ্বলে উঠলেন হাতেনাতে! শেষ দিনে বোলিংয়ে এসে আগুন ঝড়ালেন টাইগার কাটার-মাস্টার। ৬ ওভারে ১ মেডেন, ৩৪ রানে বিনিময়ে নিলেন ৩ উইকেট। বৃহস্পতিবার এ্যান্টিগায় শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে মুস্তাফিজ ভক্তদের নিশ্চই তর সইছে না! মুস্তাফিজের টেস্টের প্রতি আগ্রহ নেইÑ এ খবর পুরনো। অনেক নাটকীয়তা, আলোচনা-সমালোচনার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ফিরেছেন।
৭ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে মাত্র ১৪টি টেস্ট খেলা বাঁহাতি পেসার সাদা পোশাকে মাঠে নামছেন ১৬ মাস পর! আভিজাত্যের আঙিনায় কেমন করবেন? এই প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে অতীতে কখনোই ক্যারিবীয় অঞ্চলে টেস্ট না খেলার বিষয়।
উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে তাই বোলিং না করে গুরু এ্যালান ডোনাল্ডের কাছ থেকে নিয়েছেন ডিউক বল গ্রিপ করার তালিম। ৬-১-৩৪-৩। রান একটু বেশি দিয়েছেন। হয়ত প্রায় দেড় বছর পর লাল বলে ২২ গজে হাত ঘুরিয়েছেন তাই। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিলেন। এরপর সাদা পোশাক থেকে ‘অনির্দিষ্টকালীন ছুটি’ নিয়েছিলেন।
অনেক নাটকীয়তা, আলোচনার পর ফিরেছেন প্রধান দুই পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামের ইনজুরির কারণে। ক্যারিবীয়ান দ্বীপে টেস্ট খেলতে গেছেন জীবনে প্রথমবার। মুস্তাফিজ এ পর্যন্ত দেশে বা বাইরে যেখানেই খেলেছেন, সেখানেই খেলেছেন কুকাবুরা বা এসজি বলে। ওয়েস্ট ইন্ডিজে ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচ হয় ডিউক বলে। প্রথম সেই ডিউক বলে ক্লাস করেছেন। বোলিং কোচ ডোনাল্ডের সঙ্গে আগের দিন এক সেশন কাটিয়েছেন। রবিবার প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনে মাঠে নেমেই ম্যাজিক।