শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

মুলতানকে কাঁদিয়ে পিএসএলের রেকর্ড শিরোপা জিতলেন ইসলামাবাদ

স্পোর্টস রিপোর্টার:: পিএসএলের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হয় মুলতান ও ইসলামাবাদ। করাচিতে শিরোপা নির্ধারণী এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৯ রান তুলে মুলতান। জবাবে শেষ বলে এসে ২ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ। আসরে সর্বোচ্চ তৃতীয়বারের মতো পিএসএলের শিরোপা দখলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।

এদিকে সর্বশেষ চার আসরের প্রতিবার পিএসএলের ফাইনাল খেলেছে মুলতান সুলতান। তবে প্রথম আসর বাদে আর কোনো বার শিরোপা ছোঁয়া হয়নি মোহাম্মদ রিজওয়ানের দলের। গত দুই আসরে লাহোরের কাছে ফাইনাল হারের পর এবার ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হাতছাড়া হলো শিরোপা।

মুলতান মূলত পিছিয়ে পড়ে টসে জিতে ব্যাট করতে নেমে বড় পুঁজি না পাওয়ায়। শুরুতেই তাদের চাপে ফেলে দেয় ইসলামাবাদ। ২ ওভারে ১৪ রানে তুলে নেয় জোড়া উইকেট। দুটো উইকেটই নেন ইমাদ ওয়াসিম। সব মিলিয়ে ইনিংসে মাত্র ২৩ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। যেখানে আটকা পড়ে মুলতান।

ইয়াসির খান আর ডেভিড উইলির বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান আর উসমান খান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। রিজওয়ান ২৬ বলে ২৬ রানে শাদাব খানের শিকার হলে ভাঙে জুটি। তবে এরপর ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুলতানের ইনিংস।

উসমান খান একপ্রান্ত আগলে ৪০ বলে ৫৭ রানের ইনিংস খেললেও জনসন চার্লস, উসামা মির বা খুশদিল শাহদের কেউ পারেননি থিতু হতে। শেষ দিকে ইফতেখার ২০ বলে ৩২* রান করলে দেড় শ’ পাড়ি দেয় মুলতান। ইমাদের পাঁচ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন শাদাব খান।

জবাব দিতে নেমে ৮.১ ওভারে মাত্র ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ইসলামাবাদ। কলিন মুনরো ১৭ ও আগা সালমান ফেরে ১০ রানে। দু’জনকেই ফেরান খুশদিল। আর শাদাব খানকে (৪) ফিরিয়ে চাঞ্চল্য শুরু করেন ইফতেখার।

তবে চতুর্থ উইকেট জুটিতে মার্টিন গাপটিল ও আজম খান মিলে যোগ করেন ২৮ বলে ৪৭ রান। ৩২ বলে পঞ্চাশ ছুঁয়েই রান আউট হয়ে ফেরেন গাপটিল। দলীয় ১৫.৩ ওভারে ১২১ রানে ফেরেন আজম খান। ২২ বলে ৩০ করেন তিনি।

এরপর দ্রুত হায়দার আলি ৫ ও ফাহিম আশরাফ ১ রানে ফিরলে ১৭.১ ওভারে ১২৯ রানে ৭ উইকেট হারায় ইসলামাবাদ। ফলে জমে উঠে ম্যাচ, ছড়াতে শুরু করে শিহরণ। ইমাদ ওয়াসিম মাঠে থাকলেও অপরপ্রান্তে ছিলেন না স্বীকৃত ব্যাটারদের কেউ।

তবে সব সমীকরণ দূরে ঠেলে দেন নাসিম শাহ। তার ৯ বলে ১৭ রানের ইনিংসে ভর করে জয়ের খুব কাছে পৌঁছায় ইসলামাবাদ। আর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন নাসিম সহোদর হুনাইন শাহ। ১৭ বলে ১৯ রানে অপরাজিত থেকে শিরোপা নিয়েই মাঠ ছাড়েন ইমাদ।

ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন ইমাদ ওয়াসিম। আর দলকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন শাদাব খান। আসরে ১৪ উইকেটের সাথে নবম সর্বোচ্চ ৩০৫ রান আছে ইসলামাবাদ অধিনায়কের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com