সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

মুমিনুল হক নেতৃত্ব ছাড়লেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এবার শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে হেরে যাওয়ার পরই বিসিবির কয়েকজন উর্ধতন কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন পাপন। তখনই মুমিনুলের নেতৃত্ব দিয়ে আলোচনা হয়। বাংলাদেশের একমাত্র ‘টেস্ট স্পেশালিস্ট’ এই টপঅর্ডারের সর্বশেষ কয়েক টেস্টের চরম ব্যর্থতা সমালোচনাকে উসকে দিয়েছে আরও।

শেষ পর্যন্ত টিম ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন জানান, নেতৃত্বের চাপেই যদি মুমিনুলের ব্যাটিংয়ে এমন অবস্থা হয়, সেক্ষেত্রে তার অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে ভাবা উচিত।

ব্যাটিংয়ের খারাপ সময় কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মঙ্গলবার ১ জুন সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন মুমিনুল নিজেই। মুমিনুল হক অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। ব্যাট হাতে টানা ব্যর্থতা, অধিনায়ক হিসেবেও দলকে গড়পড়তা অবস্থান থেকে টেনে তুলতে পারেননি। সবমিলিয়ে বেশ চাপে ছিলেন মুমিনুল হক। গুঞ্জন উঠতে থাকে সাকিব আল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক।

অবশেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল। মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনাতেই এই সিদ্ধান্ত জানান তিনি। পরে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘এখন নিজের ব্যাটিংয়ে জোর দিতে চাই।’ মুমিনুলের এই সিদ্ধান্ত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই কার্যকর করবে কিনা বিসিবি তা জানা যাবে দু’-একদিনের মধ্যেই। সাকিবের সঙ্গে আলোচনার পরেই তা চূড়ান্তভাবে জানাবে বিসিবি।

মুমিনুলের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ দল ১৭ টেস্টে মাত্র ৩ জয় পেয়েছে, ২টি ড্র করেছে এবং হেরেছে ১২টি। অনেক লজ্জার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়টাই বড় অর্জন। বাকি ২ জয় দুর্বল জিম্বাবুইয়ের বিপক্ষে। তার নেতৃত্ব নিয়ে সমালোচনা অনেক। পাশাপাশি ব্যাট হাতে চরম ব্যর্থতার সমালোচনাও আছে। অধিনায়ক হিসেবে ৩১ ইনিংস ব্যাট করে মাত্র ৩১.১৪ গড়ে ৯১২ রান করেছেন তিনি ৩ সেঞ্চুরি ও ২ অর্ধশতকে। এ বছর তার ব্যাট হাতে সবচেয়ে ভয়াবহ সময় কাটছে। ৬ টেস্টের ১১ ইনিংসে মাত্র ১৬.২০ গড়ে করেছেন ১৬২ রান। এর মধ্যে ৯ ইনিংসেই তিনি ১০ এর নিচে আউট হন।

অথচ শুধু খেলোয়াড় হিসেবে ৩৬ টেস্টে ৬৭ ইনিংসে ৪১.৪৭ গড়ে ৮ সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে তার রান ছিল ২৬১৩। অবশেষে মুমিনুল মঙ্গলবার পাপনের সঙ্গে বৈঠকের পর বলেন, ‘আমি আর অধিনায়কত্ব করতে চাই না। সেটা জানিয়ে দিয়েছি। নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে চাই। এখন তারা সিদ্ধান্ত নেবেন তারা।’ অবশ্য বিসিবি মুমিনুলের নেতৃত্ব নিয়ে ভাবলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বদলাতে চায়নি। কারণ দল ঘোষণা হয়ে গেছে। তবে মুমিনুলের ইচ্ছার ওপর ছেড়ে দেয় বিসিবি। সেই ইচ্ছা জানিয়েছেন মুমিনুল।

এখন তার অনিচ্ছাতেও কি উইন্ডিজ সফরে নেতৃত্ব বদলাবে না বিসিবি? প্রাথমিক আলোচনায় সাকিবকে ফেরানোর পরিকল্পনা। হ্যাঁ-না কিছু বলেননি সাকিব। বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ের পরই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com