বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জ জেলার “শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর” হিসেবে এসআই আনোয়ার মনোনীত ও পুরস্কৃত

মুন্সীগঞ্জ জেলার "শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর" হিসেবে এসআই আনোয়ার মনোনীত ও পুরস্কৃত

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর থানায় কর্মরত এসআই আনোয়ারকে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর” হিসেবে মনোনীত ও পুরস্কৃত করা হয়েছে।

গতকাল রবিবার (১৪ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, পিপিএম তাকে মনোনিত ও পুরস্কিত করেন।

গত জুন ২০২৪ মাসের ‘মাসিক কল্যাণ সভা’য় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে তাহার সার্বিক পারফর্মেন্স এর উপর ভিত্তি করে জুন/২৪ মাসের “শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর” হিসেবে মনোনীত ও পুরস্কৃত করেছেন।

ইতিপূর্বে তিনি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি সহ দুইজন লোককে গ্রেফতার করায় তাকে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার” হিসেবে মনোনীত ও পুরস্কৃত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com