রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

মুখ ঢেকে আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেত্রী আমিশা

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ‘গাদার টু’ সিনেমা মুক্তির আগে নতুন বিতর্কে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। তিন কোটি রুপির চেক বাউন্সের মামলায় শনিবার (১৭ জুন) আদালতে আত্মসমর্পণ করেন এই নায়িকা। তার বিরুদ্ধে আড়াই কোটি রুপি জালিয়াতির অভিযোগ রয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় (২০১৮) আমিশা প্যাটেল ও ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল রাঁচির সিভিল কোর্ট, সেইমতো আজ আত্মসমর্পণ করেন অভিনেত্রী।

ওড়না দিয়ে মুখ ঢেকে আদালত চত্বরে পৌঁছান আমিশা। এ সময় গোলাপি রঙের কামিজ এবং প্রিন্টেট সালোয়ারে দেখা যায় তাকে। প্রচণ্ড গরমেও গায়ে জড়ানো নীল রঙা চাদর আর পুরো মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন নায়িকা। আদালতে আত্মসমপর্ণের পর অভিনেত্রীর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে আদালত। আগামী ২১ জুন মামলার শুনানিতে আমিশাকে সশরীরে কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা করেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তার অভিযোগ, ২০১৮ সালে আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। অভিনেত্রীকে ২.৫ কোটি রুপি দেন তিনি। তবে সময় পার হলেও সেই প্রজেক্টের কোনো কাজ এগোয়নি। ফলে টাকা ফেরত চান তিনি। তখন আমিশা তাকে আড়াই কোটি ও ৫০ লাখ রুপির ২টি চেক লিখে দেন, যা বাউন্স করে।

এরপরই পুলিশের দ্বারস্থ হন প্রযোজক। আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা করা হয়। এর আগে ২০২১ সালে আমিশা প্যাটেল সংবাদ শিরোনামে এসেছিলেন ৩২.২৫ লাখ রুপির একটি চেক বাউন্সের মামলায়।

গত ৯ জুন ৪৭-এ পা দিয়েছেন ‘কহো না প্যায়ার হ্যায়’ খ্যাত এই নায়িকা। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে আমিশার নতুন সিনেমা ‘গাদার টু’। এ সিনেমার মাধ্যমে প্রায় পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরছেন নায়িকা। ‘গাদার’ সিনেমার এই সিক্যুয়ালে ফের একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com