শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

মুক্তি পাচ্ছেন স্যামসাং প্রধান জে ইয়ং লি

অনলাইন ডেস্ক:: ঘুস ও দুর্নীতির কেলেঙ্কারির দায়ে আড়াই বছর ধরে সাজা খাটছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের প্রধান জে ইয়ং লি। তবে চলতি সপ্তাহে তাকে ‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ প্যারোলে মুক্তি দেওয়া হবে।

বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

লি ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের ১৮৮তম ধনী ব্যক্তি। সম্পত্তির পরিমাণ ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি সুবিধা পাওয়ার জন্য তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বন্ধু চোই সুন শিলের পরিচালিত সরকারি অলাভজনক প্রতিষ্ঠানে ৪৩ বিলিয়ন উন অনুদান দেন। এই কারণে পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com