রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিআরভি পিএসকে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী কাতালানরা। সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব কোনো প্রতিরোধই গড়তে পারেনি। এই ম্যাচে বার্সার হয়ে জ্বলজ্বলে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার।
অভিষেক ম্যাচে এক অর্ধ খেলেই রাফিনহা একটি গোল নিজে করেন ও দুই গোল করান সতীর্থকে দিয়ে। এর মধ্য দিয়ে কাতালানদের চার ম্যাচের যুক্তরাষ্ট্র সফর দারুণভাবে শুরু হয়েছে। গত মৌসুমটা ভুলে যেতে চাইবে বার্সেলোনা। কারণ, তাদের ইতিহাসে এতটা বাজে পারফরম্যান্স আর কখনো করেছিল কি না সন্দেহ। তবে জাভি হার্নান্দেজকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার পর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে বার্সেলোনা।
নতুন মৌসুমে কোচ জাভি হার্নান্দেজের একটাই লক্ষ্য, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা। সে লক্ষ্যে দলটাকেও মনের মত করে সাজানোর চেষ্টা করছেন তিনি। যে কারলে দলে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা, পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কিকে।
বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ম্যাচে পিয়েরে এমেরিক-অমাবেয়াংয়ের গোলে ১৯ মিনিটে এগিয়ে যায় বার্সিলোনা। এই গোলের যোগানদাতা রাফিনহা ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা ম্যাচের আগে না আসায় আরেক নতুন চুক্তিভুক্ত তারকা রবার্ট লেভানডোস্কিকে মাঠে নামতে পারেনি কাতালানরা। রাফিনহার সাথে বার্সিলোনার জার্সি গায়ে অভিষেক হয়েছে আন্দ্রেস ক্রিশ্চেনসেনের। মৌসুমের শেষে ইংলিশ ক্লাব চেলসি থেকে তিনি বার্সায় যোগ দিয়েছেন। বিরতির ঠিক আগে রাফিনহার আরও এক অ্যাসিস্টে আনসু ফাতি বার্সার হয়ে তিন নম্বর গোল করেন।
এখন চলছে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচে ওলটের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও, ব্রাজিলিয়ান তারকা রাফিনহা বার্সার জার্সি গায়ে এই ম্যাচেই প্রথম মাঠে নামলেন এবং প্রথম ম্যাচেই গোল পেলেন তিনি।
রাফিনহা একাই নয় গোল পেলেন আরও ৫জন। ভিন্ন ভিন্ন ৬ জনের গোলে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
এই ম্যাচের গুরুত্ব হয়তো কম। কিন্তু বড় ব্যবধানে জয়ের রেশ পারফরম্যান্সে বেশ ভালো প্রভাবই ফেলে। আত্মবিশ্বাস বাড়ায়। সেই আত্মবিশ্বাস থেকেই হয়তো বা আসল প্রতিযোগিতায় ভালো করবে দল। ফ্লোরিডার ফোর্ট লওডারডেলে অনুষ্ঠিত ম্যাচে বার্সার হয়ে রাফিনহা ছাড়াও গোল করেন পিয়েরে এমেরিক অবামেয়াং, আনসু ফাতি, গাভি, মেমফিস ডিপে এবং ওসমান ডেম্বেলে।
লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে ৫৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় বার্সা। ইন্টার মিয়ামির বিপক্ষে প্রথম গোলের অ্যাসিস্টটাই করেন রাফিনহা। ১৯ মিনিটে তার অ্যাসিস্টে গোল করেন অবামেয়াং। ২৫ মিনিটে নিজেই, বাম পায়ের দারুণ এক শটে গোল করেন রাফিনহা।
টানা কয়েকটি ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা আনসু ফাতি এই ম্যাচের মধ্য দিয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেন। ৪১ মিনিটে গোল আসে বার্সার এই তরুণ তারকার পা থেকে। দ্বিতীয়ার্ধের পর দু’দলই বেশ কিছু পরিবর্তন করে। ৫৫ মিনিটে মেমফিস ডিপের কর্ণার থেকে গাভির দুর্দান্ত ফিনিশিংয়ে বার্সিলোনা চতুর্থ গোল পায়। ৫৯ মিনিটে ম্যানইউর হয়ে তিন নম্বর গোল করেন জ্যাডন সানচো।
পরের মিনিটে ফরাসী তারকা উসমানে ডেম্বেলে বার্সার হয়ে ছয় নম্বর গোল করেন। আগামী ১২ আগস্ট থেকে স্প্যানিশ লা লীগার নতুন মৌসুম শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র সফরে বার্সিলোনা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ও নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধেও মাঠে নামবে। দ্বিতীয়ার্ধে নতুন ১১জনকে মাঠে নামান তিনি। এই অর্ধেও সমান তিনটি করে গোল হলো। ৫৬ মিনিটে চতুর্থ গোল করেন গাবি, ৬৯ মিনিটে ৫ম গোল করেন ডাচ তারকা মেমফিস ডিপে এবং ৭১ মিনিটে ৬ষ্ঠ গোল করেন ওসমান ডেম্বেলে।