রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আজ বৃহস্পতিবার ২১ জুলাই দিন ব্যাপি ‘ন্যাশনাল র্যাংকিং ওপেন টুর্নামেন্ট-৩’ টঙ্গিস্থ আরচারি ট্রেনিং সেন্টার, শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আরচার র্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। টুর্নামেন্ট শুধুমাত্র একক ইভেন্টে অনুষ্ঠিত হবে।
র্যাংকিং টুর্নামেন্টে প্রত্যেক ইভেন্টে যথাক্রমে রিকার্ভ পুরুষ, রিকার্ভ মহিলা, কম্পাউন্ড পুরুষ ও কম্পাউন্ড মহিলা ইভেন্টে ১ম স্থান অর্জনকারী আরচার মাসে ৭,০০০ হাজার টাকা ও ২য় স্থান অর্জনকারী আরচার মাসে ৫,০০০ হাজার টাকা করে ভাতা পাবেন।
ইতোমধ্যে ‘ন্যাশনাল র্যাংকিং ওপেন টুর্নামেন্টে’ প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ৮ আরচ্যার মাসিক ভাতা পেয়ে আসছেন এবং পরবর্তী র্যাংকিং টুর্নামেন্টে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ৮ আরচার মাসিক ভাতা পাবেন। উল্লেখ থাকে যে, এ বছরে (২০২২ সালে) আরো ১টি ‘ন্যাশনাল র্যাংকিং ওপেন টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।
আজ সকাল ৯টায় র্যাংকিং রাউন্ডের খেলা শুরু হবে এবং দুপুর ২টায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।